পূজোর আগে বাংলাদেশ থেকে আসবে ইলিশ? বড় খবর এলো বাংলাদেশ থেকে!
পূজোর আগেই বাঙালির থালায় বাংলাদেশের ইলিশ মাছ আসার পথ প্রশস্ত হয়েছে। সকল অনিশ্চয়তা দূর করে বাংলাদেশ সরকার ভারতে ইলিশ মাছ রফতানির জন্য অনুমোদন দিয়েছে। অন্তর্বর্তী সরকার গঠনের পর প্রথমে এমন খবর ছিল যে, এ বছর পুজোর আগে বাংলাদেশ থেকে ইলিশ আর ভারতে আসবে না।
বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় আদেশ জারি করেছে যে, দুর্গাপূজার উপলক্ষে রপ্তানিকারকদের আবেদন মোতাবেক এবং নির্ধারিত শর্ত মেনে তিন হাজার মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানির জন্য অনুমতি দেওয়া হয়েছে। রপ্তানিকারকদেরকে ২৪ সেপ্টেম্বরের দুপুর ১২টা পর্যন্ত বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে। উল্লেখিত তারিখের পরে কোনো আবেদন গ্রহণ করা হবে না।
আসন্ন ৮ অক্টোবর দুর্গাপূজা শুরু হবে। ইলিশ মাছ বাংলাদেশের জিআই পণ্য হিসেবে ২০১৭ সাল থেকে পরিচিত। গত পাঁচ বছর ধরে বাংলাদেশ ভারতে ইলিশ রপ্তানি করছে, যদিও ২০১২ থেকে ২০১৮ সাল পর্যন্ত রপ্তানি বন্ধ ছিল। প্রতি বছর দুর্গাপূজার সময় প্রায় পাঁচ হাজার টন ইলিশের চাহিদা থাকে ভারতের বাজারে।
বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী, কলকাতা ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন সম্প্রতি দুর্গাপূজার জন্য ইলিশ মাছের আবেদন কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনে জমা দিয়েছে। এরপর উপহাইকমিশন এই বিষয়টি বাণিজ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিকট অবহিত করেছে।
শেখ হাসিনা সরকারের পতনের পরেই পুজোর সময় ভারতে ইলিশ রফতানি নিয়ে আশঙ্কা তৈরি হয়েছিল। এর আগে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণি সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছিলেন, ‘এবারে আর পুজোর সময় ভারতে ইলিশ মাছ পাঠানো হবে না। ইলিশ অত্যন্ত সুস্বাদু মাছ। দেশের মানুষের চাহিদা মিটলে তারপরে রফতানির কথা ভেবে দেখা যাবে।’ কিন্তু সব আশঙ্কা উড়িয়ে দিয়ে পুজোর আগে ভারতে ইলিশ পাঠানোর এই প্রথা অন্তর্বর্তী সরকারের নতুন প্রধান মহম্মদ ইউনুস অব্যাহত রাখলেন।