জামিনের আশায় জল ঢেলে উল্টে পার্থ চ্যাটার্জী ও অয়ন শীলকে গ্রেফতার করল সিবিআই!
পুজোর আগে বিপদ বেড়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। সিবিআই এবার প্রাথমিক নিয়োগের দুর্নীতি মামলায় তাঁকে গ্রেফতার করেছে। সাথে সাথে, অয়ন শীলকেও গ্রেফতার করা হয়েছে।
বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত খবরের ভিত্তিতে, সিবিআই সংশ্লিষ্ট মামলায় পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পণ শীলকে গ্রেফতারের আবেদন জানিয়ে বিশেষ আদালতে যায়। পরিকল্পনা অনুযায়ী, মঙ্গলবার এই বিষয়ে পার্থকে আদালতে হাজির করা হবে।
অন্যদিকে, নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে আগেই গ্রেপ্তার হওয়া জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায় সোমবার বিকেল থেকে অসুস্থ অনুভব করছেন, যার ফলে তাঁকে সংশোধনাগারের হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
সূত্র অনুযায়ী, মঙ্গলবার পার্থ চট্টোপাধ্যায় জেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এদিন, বিশেষ আদালত সিবিআই-এর আবেদন গ্রহণ করে এবং পার্থ চট্টোপাধ্যায় এবং নিয়োগ দুর্নীতি মামলার অন্যতম অভিযুক্ত অয়ন শীলকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০১৪ সালে টেট পাস না করা চাকরিপ্রার্থীদের মধ্যে কিছু ব্যক্তি অবৈধভাবে চাকরি পেয়েছিলেন। এই অনিয়মের পেছনে প্রায় ১ কোটি টাকার দুর্নীতি ঘটেছিল, যার মধ্যে পার্থ ও অয়ন সরাসরি জড়িত ছিলেন।
সূত্র জানাচ্ছে, এই অপরাধের ক্ষেত্রে প্রথমে টেট অনুত্তীর্ণ প্রার্থীদের একটি তালিকা তৈরি করা হয়, যারা টাকা দিয়ে চাকরি কিনতে আগ্রহী ছিলেন। এই তালিকা অয়ন শীল এবং কুন্তল ঘোষের মাধ্যমে পার্থ চট্টোপাধ্যায়ের কাছে পৌঁছায়। অভিযোগ উঠেছে যে, বেআইনি উপায়ে চাকরিপ্রার্থীরা মোটা টাকার বিনিময়ে নিয়োগ পেয়েছে। তদন্তের সময় এই লেনদেনের বিষয়টি প্রকাশ পায়।