উৎসবের মৌসুমে মোদী সরকারের বড় উপহার! দীপাবলির আগে কেন্দ্রীয় মন্ত্রিসভা তিন শতাংশ ডিএ বৃদ্ধির অনুমোদন দিয়েছে। আজ বুধবার, লক্ষ্মীপুজোর দিনেই সরকার এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা করেছে। এর আগে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৫০ শতাংশ হারে ডিএ পেয়ে থাকতেন। এই সিদ্ধান্তের ফলে ডিএ বৃদ্ধি পেয়ে ৫৩ শতাংশ হয়েছে।
এখন থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৫৩ শতাংশ হারে ডিএ পাবেন (7th pay commission DA Hike)। এই ঘোষণায় লক্ষাধিক পেনশনভোগীও উপকৃত হবেন। মোদী সরকারের এই সিদ্ধান্তে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মধ্যে আনন্দের হাওয়া বইছে। অন্যদিকে, এই সিদ্ধান্তের ফলে বাংলার রাজ্য সরকারি কর্মীদের (West Bengal Govt Employee) সঙ্গে ডিএ’র পার্থক্য আরও বেড়েছে।
এতদিন কেন্দ্র ও রাজ্যের সরকারি কর্মীদের মধ্যে ডিএ’র (State Govt DA) পার্থক্য ছিল ৩৬ শতাংশ। কিন্তু কেন্দ্রের তিন শতাংশ ডিএ বৃদ্ধির অনুমোদনের পর এই পার্থক্য ৩৯ শতাংশে দাঁড়িয়েছে। এর ফলে রাজ্যের সরকারি কর্মীদের মধ্যে ক্ষোভ বাড়ছে এবং তারা আরও জোরালো আন্দোলনের হুমকি দিচ্ছে। রাজ্য সরকারি কর্মচারীদের বহু সংগঠন দীর্ঘদিন ধরে বকেয়া ডিএ’র দাবিতে আন্দোলন করে আসছে। হাইকোর্ট ডিএ সরকারি কর্মীদের অধিকার বলে নির্দেশ দিয়েছে, কিন্তু রাজ্য সরকার সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছে এবং সেই মামলা এখনও বিচারাধীন রয়েছে। এদিকে, ডিএ’র দাবিতে কখনও অনশন এবং কখনও উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় সহ কেন্দ্রীয় মন্ত্রীদের কাছে সরকারি কর্মচারী সংগঠন দ্বারস্থ হয়েছে।
#WATCH | Delhi: Union Minister Ashwini Vaishnaw says, "Union Cabinet has approved a 3% hike in DA for central government employees and Dearness Relief for pensioners. A total of Rs 9448 Crores annually will be added to the paycheck of central government employees…" pic.twitter.com/8S5BpcgWEt
— ANI (@ANI) October 16, 2024
কিন্তু কোনো কাজ হয়নি। এই পরিস্থিতিতে কেন্দ্রের সিদ্ধান্তের ফলে রাজ্যের সঙ্গে ডিএ’র পার্থক্য আরও বেড়েছে। এতে রাজ্যের সরকারি কর্মীদের মধ্যে ক্ষোভ বাড়ছে। কো-অর্ডিনেশন কমিটির এক নেতা জানিয়েছেন, ন্যায্য দাবি থেকে সরকার তাদের বঞ্চিত করছে। পুজোর ছুটি শেষ হলে আন্দোলন আরও জোরদার হবে। কো-অর্ডিনেশন কমিটি রাজ্যের সঙ্গে সরাসরি সংঘাতের হুঁশিয়ারি দিচ্ছে। ওই নেতার দাবি, সরকার তাদের পথে বসিয়ে দিয়েছে। তারা হুঁশিয়ারি দিচ্ছে যে, আন্দোলনই একমাত্র পথ। জানা গিয়েছে, অক্টোবরের বেতনের সঙ্গে বর্ধিত বেতন দেওয়া হবে, অর্থাৎ কালীপুজোর আগেই এই টাকা প্রদান করা হবে। তিন মাসের টাকা এরিয়ার হিসেবেও দেওয়া হবে বলে কেন্দ্রীয় সরকার সূত্রে জানা গিয়েছে। উৎসবের মরসুমে এই সিদ্ধান্তকে খুবই গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে।