‘অযোগ্যরা পেয়েছে, যোগ্যরা পায়নি’ !আবাস যোজনার তালিকায় ‘ভুল’ ধরিয়ে বিস্ফোরক শুভেন্দু অধিকারী !
এ বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবাস যোজনার তালিকা প্রস্তুতিতে বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। নবান্ন থেকে বহু সতর্কতা নির্দেশ এসেছিল। তবুও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ‘ভুল’ ধরিয়েছেন। তাঁর অভিযোগ, “আবাস যোজনার তালিকা ভুলে ভরা। ভারত সরকার ১৭টি টিম পাঠিয়েছিল। অযোগ্যরা পেয়েছে, যোগ্যরা পায়নি।”
শুভেন্দু ভোটের প্রসঙ্গ তুলে তৃণমূলের উপর আক্রমণ করেন। তিনি বলেন, “সরকারের মেয়াদ আর ১৫ মাস। কালিয়াচকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। মথুরাপুরে তালা ঝুলানো হয়েছে। ভুয়ো বিডিও’র সংখ্যা অনেক। অনেকের চাকরি চলে যাবে। মেল করে আদালতে যাওয়ার কথা বলছি। আন্দোলন করে, এদের আটকে রাখুন। বিক্ষোভ ছড়িয়ে পড়লে সরকার বিপাকে পড়বে। মমতা সাত লক্ষ কোটি টাকা ঋণ নিয়েছেন, আবারও নেবেন।”
শুভেন্দু অভিযোগ করেছেন যে, রাজ্যের ৭২টি স্থানে মমতা সরকার জমি প্রদান করছেন না। জমি প্রদানের প্রতিশ্রুতি দেওয়া হলেও, তা না হলে সরাসরি অধিগ্রহণের পদক্ষেপ নেওয়া হয়েছে। তাঁর মতে, “সম্প্রতি ৪১ জন আটক করা হয়েছে। মমতা গোটা ভারতে রোহিঙ্গাদের পাঠানোর দায়িত্ব নিয়েছেন। হিন্দুদের নয়টি জেলা হারানো গেছে। ভবিষ্যতে সনাতনীদের জন্য এটি হবে না। বিভিন্ন স্থানে মা দূর্গার মূর্তি ভাঙা হয়েছে।”