‘আসল আসামির নাম তো বলেই দিয়েছে’, সঞ্জয় ও বিনীত গোয়েলকে মুখোমুখি বসানোর দাবি শুভেন্দু অধিকারীর !
বিনীত গোয়েলের বিরুদ্ধে অভিযোগ উঠার পর, মঙ্গলবার আর জি কর মামলায় গ্রেপ্তার সঞ্জয় রায়কে আদালতে নিয়ে যাওয়ার সময় কলকাতা পুলিশ অভূতপূর্ব নিরাপত্তা প্রদান করে। সংবাদ মাধ্যমকে কাছাকাছি আসতে দেওয়া হয়নি, যাতে সঞ্জয় পুনরায় কিছু বলে না ফেলেন।
গত সপ্তাহ থেকে সঞ্জয় বারবার চিৎকার করে নিজেকে নির্দোষ বলে দাবি করেছে। প্রিজন ভ্যান থেকে তিনি বলেছেন যে তাকে ফাঁসানো হয়েছে। প্রথম দিনে সঞ্জয়ের অভিযোগ ছিল সরকার ও ডিপার্টমেন্টের বিরুদ্ধে, এবং সোমবার তার নিশানায় ছিলেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার। বুধবার সঞ্জয়কে যেভাবে আনা হল, তা ছিল অভূতপূর্ব। তাকে পাঁচটি গাড়ির কনভয়ে গ্রিন করিডোর করে আনা হয়েছিল, যার আগে ও পিছে ছিল দুটি ডামি গাড়ি। মঙ্গলবার প্রিজন ভ্যানের পরিবর্তে সঞ্জয়কে কালো কাচ লাগানো এইসটিএফের গাড়িতে আনা হয়। আদালতে আনার সময় সঞ্জয় রায়কে ঘিরে ছিল অভূতপূর্ব নিরাপত্তা। প্রিজন ভ্যানের বদলে তাকে কলকাতা পুলিশের গাড়িতে আনা হয়, যার জানলা ছিল কালো কাচে ঢাকা।
সঞ্জয়ের দাবি নিয়ে বিভিন্ন মহল থেকে নানা মন্তব্য এসেছে। রাজনৈতিক আকচাআকচি শুরু হয়েছে। কিছু আন্দোলনকারী জুনিয়র ডাক্তার সোশ্যাল মিডিয়ায় সঞ্জয়ের দাবি নিয়ে নিজেদের মতামত প্রকাশ করেছেন। এখন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী চান যে সঞ্জয় রায় এবং বিনীত গোয়েলকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হোক। ‘আসল অপরাধীর নাম তো বলেই দিয়েছে, এখন বিনীত গোয়েলকে কাস্টডিতে নিয়ে সঞ্জয় রায়ের সাথে মুখোমুখি বসিয়ে জেরা করা উচিত।’
অন্যদিকে, কুণাল ঘোষের দাবি অনুযায়ী, ‘সঞ্জয় রাই খুন ও ধর্ষণ করেছেন, এটা কলকাতা পুলিশ, সিবিআই এবং সঞ্জয় রাই নিজেও জানেন। যে এই তথ্য জানে, সে ফাঁসির আসামি হতে পারে, এবং বিভ্রান্তি ছড়ানোর জন্য যে কোনো কথা বলতে পারে।’
কী বলেছিল সঞ্জয় !
চার্জ গঠনের দিন, আদালত থেকে বের হয়ে সঞ্জয় চিৎকার করে বলেন, ‘সরকারই আমাকে ফাঁসাচ্ছে। আমি এতদিন চুপ ছিলাম, কিন্তু আমাকে সর্বত্র ভয় দেখানো হচ্ছে যে আমি কিছু বলব না। আমাকে দিয়ে ডিপার্টমেন্টে ভয় দেখিয়ে এই কাজ করানো হয়েছে। আমি পুরোপুরি নির্দোষ, আমাকে ফাঁসানো হয়েছে।’ পরবর্তী সোমবারে সঞ্জয় আবার বলেন, ‘সরকারই আমাকে ফাঁসাচ্ছে। আমি এতদিন চুপ ছিলাম, আমাকে সর্বত্র ভয় দেখানো হচ্ছে যে আমি কিছু বলব না। আমি নাম বলে দিচ্ছি, বিনীত গোয়েল, যিনি ডিসি স্পেশাল, তারা নিজেরা সাজিশ করে আমাকে ফাঁসিয়েছেন। তারা আমাকে হুমকি দিয়েছে।’