ভারতীয় অভিবাসী পরিবারের কাশ্যপ প্যাটেলকে এফবিআই (FBI) প্রধান হিসেবে বেছে নিলেন ট্রাম্প!
ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (এফবিআই) এর পরিচালক হিসেবে কাশ্যপ প্যাটেলকে নির্বাচিত করেছেন। গত শনিবার তিনি এই নিয়োগের ঘোষণা করেন।
আমেরিকার ভাবী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ পদে আরেক ভারতীয় বংশোদ্ভূত, কাশ্যপ পটেলকে নিয়োগ দেওয়ার ঘোষণা করেছেন। জয় ভট্টাচার্যের পর এবার ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (FBI)-এর প্রধান হিসেবে কাশ্যপ পটেলের দায়িত্ব নির্ধারিত হয়েছে। ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কাশ্যপ প্রেসিডেন্টের প্রথম মেয়াদে প্রতিরক্ষা মন্ত্রকের চিফ অফ স্টাফ, ন্যাশনাল ইন্টেলিজেন্সের ডেপুটি ডিরেক্টর এবং ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সন্ত্রাসদমন দফতরের সিনিয়র ডিরেক্টর হিসেবে কাজ করেছেন।
🚨 President Donald J. Trump announces Kash Patel as the next Director of the FBI pic.twitter.com/x2t42K3tdd
— Trump War Room (@TrumpWarRoom) November 30, 2024
কাশ্যপ প্যাটেল ভারত থেকে অভিবাসী হয়ে আমেরিকায় পাড়ি জমানো এক পরিবারের সন্তান। তার বাবা একজন ভারতীয় অভিবাসী। নির্বাচিত সরকারের বাইরে, কেন্দ্রীয় কিছু সংস্থা, বিশেষ করে এফবিআই এবং সিআইএ, সরকারের বিভিন্ন ইস্যুতে নিজস্ব উদ্যোগে কাজ করে থাকে। এই ধরনের কার্যক্রমকে ‘ডিপ স্টেট’ বলা হয়। কাশ প্যাটেল এই সব বিষয়ে সরকারের সমালোচনা করেছেন এবং এ বিষয়ে একটি বইও লিখেছেন। তিনি মার্কিন সরকার সম্পর্কে বিস্ফোরক তথ্য প্রকাশ করে আলোচনায় আসেন। আইনজীবী হিসেবে, প্যাটেল ট্রাম্পের প্রথম মেয়াদে উচ্চপর্যায়ের একাধিক পদে দায়িত্ব পালন করেছেন এবং প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম মেয়াদে জাতীয় গোয়েন্দা পরিচালক এবং স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা হিসেবে কাজ করেছিলেন।
ট্রাম্প প্রশাসনের প্রথম দফায় তিনি যে সব পদে ছিলেন, সেগুলোতে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। এর ফলে ট্রাম্প কাশ্যপের প্রতি আস্থা রেখেছেন। এবার তিনি কাশ্যপকে আরও বড় দায়িত্ব দিয়েছেন, দেশের গোয়েন্দা প্রধান হিসেবে তাঁকে নিয়োগ করেছেন। সামাজিক মাধ্যমে ট্রাম্প লিখেছেন, ‘‘কাশ একজন দুর্দান্ত এবং প্রতিভাবান আইনজীবী, তদন্তকারী আধিকারিক এবং যোদ্ধা। দুর্নীতি ফাঁস করা, ন্যায়বিচার রক্ষা করা এবং আমেরিকার মানুষের স্বার্থে লড়াই করেছেন।’’