সংকটময় বছর। যুদ্ধের মতো পরিস্থিতিতে রয়েছি আমরা। চাঞ্চল্যকর দাবি করলেন বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে বেশ কয়েক মাস কেটে গিয়েছে। কিন্তু এখনও সে দেশে চলছে রাজনৈতিক অস্থিরতা। আইনশৃঙ্খলা কার্যত নেই বললেই চলে। এই অবস্থায় বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ইউনূসের মন্তব্য, এমনভাবে সতর্ক থাকতে হবে যেন যুদ্ধের মতো পরিস্থিতিতে রয়েছি।
তাঁর কথায়, দেশের জন্য এই বছরটি খুবই সঙ্কটময় পরিস্থিত। কাউকে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টি করতে দেওয়া হবে না। তবে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার চেষ্টা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা। আর তা হলে নিরাপত্তা প্রধানদের আরও সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। তিনি হঠাৎ এই ধরনের মন্তব্য কেন করলেন ইউনূস, তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে ।
বর্তমানে নতুন করে বাংলাদেশ ছাত্র আন্দোলন শুরু হয়েছে। এছাড়াও একাধিক ইস্যুতে উত্তাল বাংলাদেশের পরিস্থিতি। অন্যদিকে সীমান্তে ভারত ও বাংলাদেশের মধ্যে সংঘাতের আবহ। বাড়ছে উত্তেজনা।এই অবস্থায় প্রধান উপদেষ্টা ইউনুস রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নিরাপত্তা প্রধানদের সঙ্গে উচ্চ পর্যায়ের একটি বৈঠক করেন। সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। বিস্তারিত সমস্ত তথ্য সরজমিনে নেন প্রধান উপেষ্টা। বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী, স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণি ও পুলিশ প্রধানসহ বিজিবি, র্যাব, ডিএমপি, কোস্টগার্ড ও স্পেশ ব্রাঞ্চের শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন বলে সে দেশের সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। প্রকাশিত খবর অনুযায়ী, সেই বৈঠকেই তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন মহম্মদ ইউনূস।
এই প্রসঙ্গে তিনি আরও বলেন যে, নিরাপত্তা সংস্থাগুলিকে সর্বাধুনিক যোগাযোগ সরঞ্জাম ব্যবহার করতে হবে যাতে দ্রুত পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব হয়। শুধু তাই নয়, ইউনূস পুলিশ সহ সমস্ত বাহিনীকে নিজেদের মধ্যে যোগাযোগ রাখার উপর গুরুত্ব দেওয়ার কথাও জানান। তাঁর অভিযোগ, শেখ হাসিনার সাঙ্গপাঙ্গ নৈরাজ্য ও অপপ্রচারের অপচেষ্টায় বিপুল পরিমাণ অর্থ ব্যয় করছে। এই বিষয়ে আরও নজর দেওয়ার জন্য বাহিনীর শীর্ষ আধিকারিকদের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। হঠাৎ ইউনূসের এমন মন্তব্য ঘিরে শুরু হয়েছে নানা জল্পনা। ঘটতে পারে ৭১-এর পুনরাবৃত্তি? সেই শঙ্কা থেকেই কি ইউনূসের এই মন্তব্য? নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা।
1 Comment
Pingback: জামিন হল না চিন্ময়কৃষ্ণের !কারণ জানাতে ইউনূস সরকারের থেকে হলফনামা চাইল বাংলাদেশের হাইকোর্ট! - প